Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাথমিকের বিকেলের ক্লাস এখন থেকে সকালে প্রচারিত হবে


১২ এপ্রিল ২০২০ ২২:৩৪

ঢাকা: সংসদ টিভিতে প্রাথমিকের বিভিন্ন শ্রেণির কার্যক্রম শুরুতে বিকেলে দেখানো হলেও এখন থেকে সকালে সম্প্রচার করা হচ্ছে। নতুন সূচি অনুযায়ী রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত প্রচারিত হচ্ছে এসব ক্লাস।

‘ঘরে বসে শিখি’ শিরোনামে এ কার্যক্রম গত সপ্তাহ থেকে শুরু হয়।

নতুন ক্লাস রুটিন অনুসারে, প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্রিয়াকলাপভিত্তিক আনন্দদায়ক শিখন, বাংলা, ইংরেজি, বিজ্ঞান, গণিত ও বিজ্ঞান বিষয়ের ক্লাস সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সম্প্রচার করা হবে। প্রতিটি ক্লাস ২০ মিনিট প্রচার করা হবে। নতুন ক্লাস রুটিন অনুযায়ী ১৬ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত সম্প্রচার করা হবে। এরপর নতুন করে আবার রুটিন প্রকাশ করা হবে।

নতুন রুটিনে সকাল ৯টা থেকে ৯টা ২০ পর্যন্ত প্রাক-প্রাথমিক স্তরের ক্রিয়াকলাপ ভিত্তিক আনন্দদায়ক শিখন ক্লাস, ৯টা ২০ থেকে ৯টা ৪০ পর্যন্ত প্রথম শ্রেণির বাংলা বিষয়ের ক্লাস, ৯টা ৪০ থেকে ১০টা পর্যন্ত দ্বিতীয় শ্রেণির ইংরেজি ক্লাস, তৃতীয় শ্রেণির ইংরেজি (পুনঃপ্রচার) সকাল ১০টা থেকে ১০টা ২০ পর্যন্ত, চতুর্থ শ্রেণির গণিত (পুনঃপ্রচার) ১০টা থেকে ১০টা ৪০ পর্যন্ত এবং পঞ্চম শ্রেণির বিজ্ঞান বিষয়ের ক্লাস (পুনঃপ্রচার) সকাল ১০টা ৪০ থেকে ১১টা পর্যন্ত সম্প্রচার করা হবে।

করোনাভাইরাস শিক্ষা সংসদ টিভি

বিজ্ঞাপন
সর্বশেষ

মোস্তাফিজকে রাখল না চেন্নাই
৩১ অক্টোবর ২০২৪ ২২:০৯

আরো

সম্পর্কিত খবর