Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘৬ চিকিৎসককে বরখাস্তের সিদ্ধান্ত বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে’


১২ এপ্রিল ২০২০ ২২:৫৪

ঢাকা: কুয়েত-বাংলাদেশে মৈত্রী সরকারি হাসপাতালের ছয়জন চিকিৎসককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে বলে মনে করছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

রোববার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম অবিলম্বে শাস্তিমূলক আদেশটি বাতিলের দাবি জানান।

বিজ্ঞাপন

বিবৃতিতে এই দুই নেতা বলেন, ‘মনে রাখতে হবে চিকিৎসকেরও পরিবার আছে। একজন চিকিৎসকও একজন স্বামী বা স্ত্রী, কারও পিতা বা মাতা। তাদেরও রয়েছে পিতা মাতা, আত্নীয়-পরিজন। এই সবকিছু উপেক্ষা করেই এই দুঃসময়ে তাদের দায়িত্ব পালন করতে হয়। সুতরাং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এইসব বিবেচনায় নেওয়া উচিত ছিল।’

ড্যাবের শীর্ষ দুই নেতা বলেন, ‘দেশের এই ক্রান্তিলগ্নে করোনাভাইরাসের ছোবল থেকে বাংলাদেশের মানুষকে রক্ষার জন্য সম্মুখযোদ্ধা হিসেবে যারা নিরলসভাবে কাজ করছেন, তাদের ব্যাপারে পূর্বের মতই তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিলে যে তা ভুল হয়; এই দুঃসময়ের সৈনিকদের প্রতি অবিচার করা হয়; তাদের এই আত্নত্যাগে প্রতি এক ধরনের অসম্মান প্রদর্শন করা হয় এবং পরোক্ষভাবে তাদেরকে নিরুৎসাহিত করা হয়— তা আবারও প্রমাণ হলো।’

তারা বলেন, ‘চিকিৎসকদেরকে আত্নপক্ষ সমর্থনের নিয়মানুগ সময় না দিয়ে সাময়িক বরখাস্ত করা চাকরিবিধি অনুযায়ী কতটা যৌক্তিক, সেই প্রশ্ন চলে আসে। বরখাস্ত হওয়া একজন মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন যে, তিনি করোনা রোগীর চিকিৎসা পরবর্তী ১৪ দিনের বাধ্যগত আইসোলেশনে কর্তৃপক্ষ নির্ধারিত হোটেলে অবস্থান করেছেন। বরখাস্তের সংবাদটি সেই চিকিৎসকের জন্য কতখানি বেদনাদায়ক এবং সামাজিকভাবে তাদের এই সম্মানহানির জবাব কে দেবে?’

বিজ্ঞাপন

‘এছাড়া যারা যোগদানের পর থেকে অনুপস্থিত তাদের নানাবিধ কারণ থাকতে পারে। কিন্তু সময় মতো জবাবদিহি না করে এখন করোনা চিকিৎসার সাথে এটিকে জড়িয়ে সামাজিকভাবে চিকিৎসকদেরকে হেয় করা এবং দুঃসময়ে তাদের জনগণের মুখোমুখি করে কর্তৃপক্ষ একধরনের দায় এড়ানোর চেষ্টা করছে বলে মনে হচ্ছে’— বলেন ড্যাবের দুই নেতা।

তারা বলেন, ‘এই মুহূর্তে করোনা প্রতিরোধ ও করোনা আক্রান্ত রোগীদের এবং অন্যান্য রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য চিকিৎসকসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের প্রকৃত ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) প্রদানসহ তাদেরকে আস্থায় এনে কাজে উৎসাহ প্রদান করা সকলের কর্তব্য।’

কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল চিকিৎসক বরখাস্ত ড্যাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর