রাজবাড়ীতে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু
১২ এপ্রিল ২০২০ ২৩:০৫ | আপডেট: ১২ এপ্রিল ২০২০ ২৩:০৮
রাজবাড়ী: রাজবাড়ীতে করোভাইরাসের উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধ করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, জানতে তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল হরিসভা গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধ মারা যান।
একই গ্রামে ওই বৃদ্ধের এক প্রতিবেশী জানান, সপ্তাহখানেক হলো জ্বর, কাশি ও শ্বাসকষ্টসহ ঠান্ডাজনিত রোগে ভুগছিলেন তিনি। রোববার বিকেলের দিকে নিজ বাড়িতে হঠাৎ করেই মারা যান তিনি।
জেলা সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বলেন, করোনাভাইরাসের প্রায় সব উপসর্গই ওই বৃদ্ধের মধ্যে ছিল। এ কারণে তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাঈদুজ্জামান খান বলেন, যেহেতু ওই বৃদ্ধের মধ্যে করোনায় আক্রান্তের উপসর্গ ছিল, তাই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েই তার মরদেহ সৎকার করা হবে। আর নমুনা পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেনটাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে শনিবার রাজবাড়ী সদর উপজেলায় পাঁচ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এর পরপরই সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সংক্রমণের ঝুঁকি এড়াতে পুরো জেলাতে ১০ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
করোনা উপসর্গ করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু বৃদ্ধের মৃত্যু হোম কোয়ারেনটাইন