লক্ষ্মীপুরে আরও একজন করোনায় আক্রান্ত
১২ এপ্রিল ২০২০ ২৩:৫৭
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে ৫৫ বছরের এক বৃদ্ধ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। নমুনা পরীক্ষার ফলে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।
রোববার (১২ এপ্রিল) রাত ১১টার দিকে সিভিল সার্জন ডা. আবদুল গাফফার এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, রামগতির ওই বৃদ্ধ নারায়ণগঞ্জে তাবলিগ জামায়াতে ছিলেন। তিন দিন আগে নদী পথে রামগতির আলেকজান্ডারে নিজ বাড়িতে ফেরেন তিনি। বাড়িতে এসেই অসুস্থ হয়ে পড়েন।
সিভিল সার্জন জানান, ওই বৃদ্ধকে আলেকজান্ডার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। শরীরে করোনা উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হয়। আজ রাতে তার নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
এ নিয়ে লক্ষ্মীপুরে দুই জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হলো। এর আগে জেলার রামগঞ্জ উপজেলায় ৩৫ বছরের এক পোশাককর্মী করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছিলেন। তিনিও ঢাকা থেকে বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েছিলেন।