চট্টগ্রামে করোনা আক্রান্ত শিশুর মৃত্যু
১৩ এপ্রিল ২০২০ ০৯:৫৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে নভেল করোনাভাইরাসের সংক্রমণে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত ছয় বছরের শিশুটি মারা গেছে। সোমবার (১৩ এপ্রিল) ভোরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ওই শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে, শিশুটির বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে।
এ ব্যাপারে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘গত (রোববার) রাতে শিশুটিকে তার বাড়ি থেকে নগরীতে জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছিল। রাতেই সে মারা গেছে। তার দাফনসহ সবকিছু স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে হবে।’
অন্যদিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ সারাবাংলাকে জানান, বিশেষভাবে সক্ষম শিশুটি জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিল। নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসার পর রোববার রাত ২টা ১০ মিনিটে তাকে হাসপাতালে নেওয়া হয়। রাত আড়াইটায় শিশুটির মৃত্যু হয়।
এর আগে, রোববার (১২ এপ্রিল) চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় ওই শিশুসহ মোট ৬ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপর রাতে ওই শিশুর বাড়ি পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড লকডাউন করা হয়।
এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এর আগে সাতকানিয়ায় মৃত এক ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।