Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউপি মেম্বারের দোকান থেকে ১৫৮ বস্তা সরকারি চাল জব্দ


১৩ এপ্রিল ২০২০ ১২:০৬

ঢাকা: সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা মূল্যের আরও ১৫৮ বস্তা চাল জব্দ হয়েছে। রোববার (১২ এপ্রিল) রাতে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের ৩নং ওয়ার্ড (আচালং) মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জামাল হোসেনের দোকান থেকে এ চাল জব্দ করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীশণ কান্তি দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউএনও জানান, ইউপি মেম্বার জামাল হোসেন ও তার আবদুল কাদের পলাতক রয়েছেন।

এর আগে, ২৮ বস্তা চাল চুরির অভিযোগে জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. আব্দুল মোমেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন এই বহিষ্কারের বিষয় নিশ্চিত করেন।

১০ টাকার চাল চাল চুরি টপ নিউজ সরকারি চাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর