Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘরে থাকবেন, নাকি কবরে যাবেন সিদ্ধান্ত আপনার: বেনজীর


১৩ এপ্রিল ২০২০ ১৬:৫৬

ঢাকা: করোনাভাইরাস পরিস্থিতিতে অযথা ঘোরাঘুরি করা নাগরিকদের প্রতি ক্ষোভ প্রকাশ করে পুলিশের নতুন মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্ব নিতে যাওয়া ড. বেনজীর আহমেদ বলেছেন, আপনি ঘরে থাকবেন নাকি কবরে যাবেন সিদ্ধান্ত আপনার। সবাই ঘরে থাকবেন আর কেউ কেউ বাইরে থাকবেন এটা হতে দেওয়া হবে না। সামান্য প্রয়োজনে বাইরে যাওয়া, আড্ডা দেওয়া ও অনর্থক ঘোরাঘুরি না করতে সবাইকে অনুরোধ করছি।

সোমবার (১৩ এপ্রিল) র‌্যাব সদর দফতরে এক অনলাইন ব্রিফিংয়ে বেনজীর আহমেদ এ অনুরোধ করেন।

বিজ্ঞাপন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বিদায়ী মহাপরিচালক (ডিজি) বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের হুমকি ধনী-গরিব সবার জন্যই সমান। তাই সবার প্রতি অনুরোধ থাকবে, এই ক্রাইসিসের (সংকটের) মধ্যে নিজের কথা ভাবুন, দেশের কথা ভাবুন, পরিবারের কথা ভাবুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন। এ দায়িত্ব কেবল একার নয়, সবার।’

আরও পড়ুন: ত্রাণ নিয়ে নয়-ছয় বরদাস্ত করব না: বেনজীর

তিনি বলেন, ‘আমি ঢাকা মহানগর পুলিশে দীর্ঘদিন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটি ক্রান্তিকালে র‌্যাব মহাপরিচালক হিসেবে দায়িত্বভার দিয়েছিলেন। আমি বিগত পাঁচ বছর তিনমাস মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছি। র‌্যাবের ন্যায় ও ন্যায্য কাজের প্রতি গণমাধ্যম সর্বাত্মক সহযোগিতা করেছে। এ জন্য আমি মহাপরিচালক হিসেবে গণমাধ্যম এবং গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

বেনজীর বলেন, ‘আগামীকাল বাংলা নববর্ষ। এবারের নববর্ষের মেজাজ একেবারেই ভিন্ন। করোনার ক্রাইসিস এই মুহূর্তে আমি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং সামাজিক তথা শারীরিক দূরত্ব বজায় রাখতে অনুরোধ করছি।’

বিজ্ঞাপন

র‍্যাবের ডিজি হিসেবে দায়িত্ব পালনে সফলতা ব্যর্থতার বিষয়ে প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, ‘এ ভার জনগণ এবং প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিলাম। তিনিই বলবেন কতটুকু সফল কিংবা ব্যর্থ হয়েছি।’ তবে দায়িত্ব পালনে সব সময় চেষ্টা করেছি দেশ ও জনগণকে প্রাধান্য দিয়ে বলেন র‌্যাবের বিদায়ী এই ডিজি।

করোনা করোনাভাইরাস টপ নিউজ নতুন আইজিপি পুলিশ বেনজীর আহমেদ র‌্যাবের বিদায়ী ডিজি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর