Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৌদ্ধ ধর্মগুরু উচহ্লা ভান্তে আর নেই


১৩ এপ্রিল ২০২০ ১৭:১১

‌বান্দরবান: ‌‘দি ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সংঘে’র প্রতিষ্ঠাতা বান্দরবানের ধর্মীয় গুরু উপঞঞা জোত মহাথের ওরফে উচহ্লা ভান্তে আর নেই।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিটে তি‌নি শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে লাইফসাপোর্টে থাকা অবস্থায় তিনি পরলোকগমন করেন।

উচহ্লা ভান্তের ভ‌গ্নিপ‌তি, প‌রিবার প‌রিকল্পনা বিভাগের প‌রিচালক ডা. অংচালু এ তথ্য নি‌শ্চিত করেছেন। তি‌নি বলেন, ‘মৃত্যুর পর ভান্তের মরদেহ চট্টগ্রামের রাঙ্গুনিয়ার খৈয়াখালী বৌদ্ধ বিহারে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে অন‍্যান‍্য ভান্তে ও ভক্তরা বৌদ্ধ ধর্মীয় পূজা ও প্রার্থনা শেষে আগামী বুধবার (১৫ এপ্রিল) খৈয়াখালী থেকে বান্দরবান নিয়ে আসা হবে।’

মৃত্যুকালে উচহ্লা ভান্তের বয়স হয়ে‌ছিল ৬৫ বছর। তি‌নি বান্দরবানের দেশের খ্যাতনামা স্বর্ণ ম‌ন্দির ও রামজা‌দির স্বত্ত্বাধিকারী। মৃত্যুকালে বান্দরবানে অনেকভক্ত ও অনুসারী রেখে গেছেন তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার (১০ এপ্রিল) শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত সমস্যা নিয়ে উচহ্লা ভান্তে চট্টগ্রাম ম‍্যাক্স হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

উচহ্লা ভান্তে বৌদ্ধ ধর্মগুরু

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর