Sunday 17 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আঁধার একদিন কেটে যাবেই: প্রধানমন্ত্রী


১৩ এপ্রিল ২০২০ ১৯:৪৭

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে আঁধার আমাদের চারপাশকে ঘিরে ধরেছে, তা একদিন কেটে যাবেই। বৈশাখের রুদ্র রূপ আমাদের সাহসী হতে উদ্বুদ্ধ করে। মাতিয়ে তোলে ধ্বংসের মধ্য থেকে নতুন সৃষ্টির নেশায়।

সোমবার (১৩ এপ্রিল) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা ভয় পাবেন না। ভয় মানুষের প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে। কেউ আতঙ্ক ছড়াবেন না। আমাদের সকলকে সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। সরকার সব সময় আপনার পাশে আছে। কিছু কিছু স্বার্থান্বেষী মহল গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ সংকটকালে এটি কোনোভাবেই কাম্য নয়।’

আরও পড়ুন- নববর্ষের শুভেচ্ছা, ঘরেই উদযাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা বলেন, ‘আপনারা বিভ্রান্ত হবেন না। মিডিয়া কর্মীদের প্রতি অনুরোধ দায়িত্বশীলতার সঙ্গে সঠিক তথ্য তুলে ধরে এই মহামারি মোকাবিলা করতে আমাদের সহায়তা করুন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাঙালি বীরের জাতি। অতীতে নানা দুর্যোগ-দুর্বিপাকে বাঙালি জাতি সাহসের সঙ্গে সেগুলো মোকাবিলা করেছে।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি। বিজয়ী জাতি আমরা। আমরা সস্মিলিতভাবে করোনাভাইরাসজনিত মহামারিকে প্রতিরোধ করতে সক্ষম হবো, ইনশাআল্লাহ।’

‘নতুন বছরে মহান আল্লাহর কাছে কায়মনবাক্যে প্রার্থনা, মহামারীর এই প্রলয় দ্রুত থেমে যাক। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা। সর্বশক্তিমান আল্লাহ আমাদের সহায় হোন’ এমন প্রার্থনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

আরও পড়ুন-

‘খাদ্য সংকট নেই, গৃহস্থদের ঘরে ঘরেও পর্যাপ্ত খাবার আছে’

দায়িত্ব পালনকালে আক্রান্ত হলে ১০ লাখ টাকা বীমা, মৃত্যুতে ৫ গুণ

দিনমজুর, রিকশাচালক, শ্রমিক, হকারদের জন্য বরাদ্দ ৭৬০ কোটি টাকা

জাতির উদ্দেশে দেওয়া ভাষণ প্রধানমন্ত্রী বাংলা নববর্ষ শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর