Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঠবাড়িয়ায় প্রথম করোনা রোগী শনাক্ত, ২ ওয়ার্ড লকডাউন


১৩ এপ্রিল ২০২০ ২১:৩৭

মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরে মঠবাড়িয়ায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় দুইটি ওয়ার্ড লকডাউন করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি উপজেলার ধানীসাফা ইউনিয়নের পাতাকাটা গ্রামে। তিনি পেশায় পোশাককর্মী, কাজ করতেন নারায়ণগঞ্জের একটি কারখানায়।

সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী জানান, ওই ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে গত গত ৯ এপ্রিল বাড়ি ফেরেন। ওই সময় তার শরীরে জ্বর-সর্দিসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ার উপসর্গ ছিল। ১০ এপ্রিল তিনি মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে তার নমুনা সংগ্রহ করে বরিশাল পাঠানো হয়। সোমবার নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে।

সিভিল সার্জন আরও জানান, বর্তমানে ওই ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বর্তমানে সুস্থ আছেন।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ায় উপজেলার ধানীসাফা ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

করোনাভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তি শনাক্ত প্রথম রোগী মঠবাড়িয়া


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর