Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে করোনা আক্রান্ত ১ হাজার ছাড়ালো, মৃতের সংখ্যা ৪৬


১৪ এপ্রিল ২০২০ ১৪:৪৯

ঢাকা: করোনাভাইরাসে (কোভিড-১৯) বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০৯ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া মৃত্যুবরণ করেছেন সাতজন। এ নিয়ে সর্বমোট ১০১২ জন করোনায় আক্রান্ত হলেন এবং এতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৬ জন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় মোট এক হাজার ৯০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২০৯ জনের শরীরে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাতজন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জন।’

বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত সর্বমোট ৪২ জন সুস্থ হয়েছেন বলে জানান অধ্যাপক ড. নাসিমা সুলতানা।

উল্লেখ্য, বাংলাদেশে ৮ মার্চ প্রথম তিনজনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া যায়। এর পর ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত এক মাসের ব্যবধানে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

করোনা আক্রান্ত নতুন

বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়ায় ব্যবসায়ী গুলিবিদ্ধ
৩১ অক্টোবর ২০২৪ ১৬:৪০

সম্পর্কিত খবর