Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে ‘সামাজিক দূরত্ব’ নিশ্চিতে স্কুলমাঠে কাঁচাবাজার


১৪ এপ্রিল ২০২০ ১৬:৫৫

রাঙ্গামাটি: করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিতে রাঙ্গামাটি জেলা শহরের বনরূপা কাঁচাবাজার ও কালিন্দীপুর কাঁচাবাজার আলফেসানী উচ্চ বিদ্যালয়ের খোলা মাঠে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে এই স্কুল মাঠেই সামাজিক দূরত্ব বজায় রেখেই বেচাকেনা শুরু হয়েছে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, স্থানান্তরের প্রথম দিনের কারণে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি কিছুটা কম ছিল। বাজার করতে আসা ক্রেতারা জানিয়েছেন, খোলা মাঠ হওয়ার কারণে এখানে নিরাপদে ও সামাজিক দূরত্ব বাজায় রাখা সম্ভব হচ্ছে। যদি কাঁচাবাজারের সঙ্গে মাছবাজারও সংযুক্ত করা হয় তাহলে মানুষের দুর্ভোগ কিছুটা কমবে।

বিজ্ঞাপন

সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করার সুবিধার্থে প্রশাসনের এই ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। বৃহত্তর বনরূপা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবু সৈয়দ বলেন, ‘আমরা আশা করছি কয়েকদিনের মধ্যে এখানেই বাজার জমে উঠবে।’

এদিকে সকালে বাজার পরিদর্শন করতে আসেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সকিনা আক্তার। তিনি বলেন, ‘বনরুপা কাঁচাবাজারটি সরু হওয়ার কারণে সমাজিক দূরত্ব বাজায় রাখা সম্ভব হচ্ছিল না। তাই সরকারের নির্দেশনা মোতাবেক শহরের দুটি বাজারকে স্কুলের খোলা মাঠে সরিয়ে আনা হয়েছে।’

পরিস্থিতি বিবেচনায় বাকিবাজারগুলোর ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

কাঁচাবাজার রাঙ্গামাটি সামাজিক দূরত্ব স্কুলমাঠ

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর