Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিডিও কলে ধানমন্ডি কার্যালয়ে শেখ হাসিনার শুভেচ্ছা বিনিময়


১৪ এপ্রিল ২০২০ ২০:২৬

ফাইল ছবি

ঢাকা: হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে তার রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত দলীয় নেতাকর্মী ও কার্যালয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের মোবাইলে হোয়াটসঅ্যাপ ভিডিও কল করে শেখ হাসিনা শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া করোনাভাইরাস মোকাবিলায় সতর্ক, সাবধান ও সচেতন থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

বিজ্ঞাপন

এসময় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, দফতর সম্পাাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ দফতর সম্পাদক সায়েম খানসহ কার্যালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ বিষয়ে দলের উপ দফতর সম্পাদক সায়েম খান সারাবাংলাকে ভিডিও কলে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের ব্যাপারটি নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনা পরিস্থিতিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নেতাকর্মীদের যাতায়াত সীমিত পর্যায়ে আছে। প্রয়োজন ছাড়া কার্যালয়ে জমায়েত না করার নির্দেশনা রয়েছে। এ কারণে দিনের বেলায় নেতাকর্মীদের উপস্থিতি একেবারেই তেমন একটা থাকে না। বিকেলের দিকে সীমিত পযার্য়ে কিছু নেতাকর্মী আসে।

তিনি জানান, আজ বিকেলে আমরা যথারীতি নেত্রীর কার্যালয়ে এসেছি। হঠাৎ তিনি আমাদের দলের নেতা তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ভাইয়ের মোবাইলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেন এবং উপস্থিত সবার সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করার ইচ্ছা পোষণ করেন। এরপর নেত্রী আমাদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলকে সাবধান, সতর্ক, সচেতন ও সামজিক দুরত্ব মেনে করোনা মোকাবিলায় চলাফেরা করার পরামর্শ দিয়েছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এর আগেও বিভিন্ন সময়ে ভিডিও কলে তার রাজনৈতিক কার্যালয়ে দলের নেতাকর্মীদের খোঁজ খবর নেন। এবার করোনাভাইরাস পরিস্থিতির কারণে ঘরের বাইরে জমায়েত করে বাংলা নববর্ষের সকল অনুষ্ঠান না করার ব্যাপারে নির্দেশনা রয়েছে।

গতকাল বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষে সন্ধ্যা সাগে ৭টায় গণভবন থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুভেচ্ছা বিনিময় শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর