Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স’মিল শ্রমিকদের নগদ অর্থ ও রেশনিং চালুর দাবি


১৫ এপ্রিল ২০২০ ১৪:৩২

ঢাকা: বাংলাদেশে ১ লাখের অধিক স’মিল শ্রমিকদের জীবন ও জীবিকা নিশ্চিত করতে নগদ অর্থ ও রেশন দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন বাংলাদেশ স’মিল শ্রমিক ফেডারেশন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সংগনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের সই করা এক যৌথবিবৃতি সরকারের কাছে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট বৈশ্বিক মহামারিতে প্রায় এক মাস ধরে কর্মহীন হয়ে পড়েছে দেশের লক্ষাধিক স‘মিল শ্রমিক-কর্মচারি। গত ২৬ র্মাচ থেকে সরকার ঘোষিত সাধারণ ছুটি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গিয়ে এরই মধ্যে দেশের অধিকাংশ জেলায় লকডাউন চলছে। যার কারণে স’মিল সেক্টরেরর শ্রমিকরা কর্মহীন হয়ে অনাহার-অর্ধাহারে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। এমনকি অনেক মালিক শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ না করেই হঠাৎ প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন।’

বিবৃতিতে বলা হয়, ‘শ্রমিক-কর্মচারীরা কাজ করে যে মজুরি পেয়ে থাকেন তা দিয়েই জীবনধারণ করা যেখানে কষ্টসাধ্য, সেখানে কর্মহীন অবস্থায় তাদের অবস্থা বর্ণনাতীত। সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী নানারকম প্রণোদনার ঘোষণা দিলেও তার সিংহভাগই মালিকদের স্বার্থে ব্যবহৃত হওয়ার কথা বলা হয়েছে। প্রয়োজনের তুলনায় ন্যূনতম যেটুকু শ্রমিক-কর্মচারীদের নামে প্রণোদনা ও খাদ্যসহায়তার জন্য বরাদ্দ দেওয়া তার লুটপাট অতীতের সব রেকর্ড ভেঙেছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘কর্মহীন হয়ে পড়া শ্রমিক কর্মচারিরা বর্তমানে মানবেতর জীবনযাপন করছে।এই অবস্থায় স’মিল শ্রমিকদের জন্য পর্যাপ্ত নগদ অর্থ বরাদ্দ, খাদ্যসহায়তা প্রদান, রেশনিং চালু করার দাবি জানাচ্ছি। সেইসঙ্গে সরকারি প্রণোদনা ও ত্রাণ দেওয়ার ক্ষেত্রে লুটপাট, অনিয়ম, দুর্নীতি বন্ধ, রেশনিং চালু ও কর্মহীন সময়ের গ্যাস-বিদ্যুৎ বিল মওকুফসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবি জানাচ্ছি।’

বিজ্ঞাপন

দাবি নগদ অর্থ রেশনিং চালু স’মিল শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর