Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়েত মৈত্রী হাসপাতালের চিকিৎসক করোনায় আক্রান্ত


১৫ এপ্রিল ২০২০ ১৫:৪৬ | আপডেট: ১৫ এপ্রিল ২০২০ ১৯:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের জন্য বিশেষায়িত বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালের একজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলিমুজ্জামান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আলিমুজ্জামান বলেন, ওই চিকিৎসককে এখানে পদায়ন করা হয়েছিল। তিনি এখানে যোগদান করেছেন বেশ কিছুদিন আগে। কয়েকদিন ধরে তার মধ্যেও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করা হয়।

তিনি জানান, নমুনা পরীক্ষার পর মঙ্গলবার (১৪ এপ্রিল) ফল পাওয়া যায়। তাতে তার শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। মঙ্গলবার দিবাগত রাতে ওই চিকিৎসক নিজের করোনা সংক্রমণের কথা জানতে পারেন।

বিজ্ঞাপন

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই হাসপাতালে তিন জন আয়ুর্বেদিক চিকিৎসকের পদায়ন ছিল। আক্রান্ত চিকিৎসক তাদের একজন। তিনি বর্তমানে হাসপাতালের বাইরে আছেন। তবে তার সংস্পর্শে কারা কারা এসেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, সহকর্মীর করোনায় সংক্রমিত হওয়ার সংবাদে হাসপাতালে তার সহকর্মীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

করোনায় আক্রান্ত কুয়েত মৈত্রী হাসপাতাল চিকিৎসক করোনায় আক্রান্ত টপ নিউজ বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর