৮ মেডিকেল কলেজে পিপিই দিল জেডআরএফ
১৫ এপ্রিল ২০২০ ১৭:৫৯
ঢাকা: করোনাভাইরাস থেকে চিকিৎসক ও নার্সদের সুরক্ষার জন্য আটটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও দুইটি ডেন্টাল কলেজে ব্যক্তিগত সুরাক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে পর্যায়ক্রমে মেডিকেল কলেজগুলোতে গিয়ে জেডআরএফ ও ড্যাবের দায়িত্বপ্রাপ্ত নেতারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পিপিই হস্তান্তর করেন।
যেসব মেডিকেল কলেজ হাসপাতালে পিপিই দেওয়া হয়েছে সেগুলো হলো— উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, আপডেট ডেন্টাল কলেজ, এমএইচ শমরিতা মেডিকেল কলেজ, এমএইচ শমরিতা ডেন্টাল কলেজ, ইবনে সিনা মেডিকেল কলেজ, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ, আদ-দ্বীন মেডিক্যাল কলেজ, কমিউনিটি মেডিক্যাল কলেজ ও ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ।
পিপিই হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, ড্যাব এর সহ-সভাপতি অধ্যাপক ডা. মুস্তাক রহিম স্বপন ও সিরাজুল ইসলাম এবং বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খানসহ অনেকে।