সিংড়ায় ১০ টাকা কেজির ১৭১ বস্তা চালসহ ডিলার আটক
১৫ এপ্রিল ২০২০ ১৯:৩০
নাটোর: নাটোরের সিংড়া থেকে ১০ টাকা কেজির ১৭১ বস্তা চালসহ ডিলার আসাদুজ্জামানকে আটক করেছে পুলিশ। সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের সাতপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ছাত্রাবাস থেকে এই চালগুলো আটক করা করা হয়।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে চালসহ ওই ডিলারকে আটক করা হয়। ডিলার আসাদুজ্জামান ইটালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের মামা।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতপুকুড়িয়া উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে ১৭১ বস্তা চাল উদ্ধার করা হয়। এসব চাল ডিলার আসাদুজ্জামান তুলেছিলেন করেছিলেন ১০ টাকা কেজি করে বিক্রির জন্য। কিন্তু একটি পরিত্যক্ত স্কুল ছাত্রাবাসে অসৎ উদ্দেশ্যে চালগুলো রাখা হয়েছিল। কাগজপত্র যাচাই-বাছাই করে আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আকতার বানু জানান, চাল মজুতের বিষয়ে খাদ্য অধিদফতর আমাকে কিছু জানায়নি। ডিলারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশনা দিয়েছি।