Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিংড়ায় ১০ টাকা কেজির ১৭১ বস্তা চালসহ ডিলার আটক


১৫ এপ্রিল ২০২০ ১৯:৩০ | আপডেট: ১৫ এপ্রিল ২০২০ ২১:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোর: নাটোরের সিংড়া থেকে ১০ টাকা কেজির ১৭১ বস্তা চালসহ ডিলার আসাদুজ্জামানকে আটক করেছে পুলিশ। সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের সাতপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ছাত্রাবাস থেকে এই চালগুলো আটক করা করা হয়।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে চালসহ ওই ডিলারকে আটক করা হয়। ডিলার আসাদুজ্জামান ইটালী  ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের মামা।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতপুকুড়িয়া উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে ১৭১ বস্তা চাল উদ্ধার করা হয়। এসব চাল ডিলার আসাদুজ্জামান তুলেছিলেন করেছিলেন ১০ টাকা কেজি করে বিক্রির জন্য। কিন্তু একটি পরিত্যক্ত স্কুল ছাত্রাবাসে অসৎ উদ্দেশ্যে চালগুলো রাখা হয়েছিল। কাগজপত্র যাচাই-বাছাই করে আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আকতার বানু জানান, চাল মজুতের বিষয়ে খাদ্য অধিদফতর আমাকে কিছু জানায়নি। ডিলারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশনা দিয়েছি।

১০ টাকা কেজির চাল ১৭১ বস্তা চাল ডিলার আটক সিংড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর