Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে আরও ২ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত, শনাক্ত আরও ৪


১৫ এপ্রিল ২০২০ ২৩:২৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে আরও দু’জন পুলিশ সদস্য নভেল করোনাভাইরাসের সংক্রমণজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। একইসঙ্গে আরও চার জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে একজন নোয়াখালী জেলার বাসিন্দা। আর ছয় জনের মধ্য এক নারী নমুনা পরীক্ষার আগেই মারা গেছেন।

বুধবার (১৫ এপ্রিল) চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)-এ নমুনা পরীক্ষায় ছয় জনের সংক্রমণ শনাক্ত হয়।

বিজ্ঞাপন

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির সারাবাংলাকে জানিয়েছেন, চট্টগ্রাম বিভাগে বুধবার ১০৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। পরীক্ষায় মোট ছয়জনের নমুনায় করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এদের মধ্যে চট্টগ্রাম জেলার পাঁচ জন, নোয়াখালীর একজন।

আক্রান্তদের মধ্যে রয়েছেন দামপাড়া পুলিশ লাইনের দুই পুলিশ সদস্য। তাদের বয়স ২৫ ও ২৬ বছর। এর বাইরে আনোয়ারা উপজেলার ৪০ বছর বয়সী এক ব্যক্তি আছেন। পটিয়ার ৪৫ বছর বয়সী এক নারী আছেন। আর নগরীর নিমতলা এলাকার ৩০ বছর  বয়সী এক নারী আগেই মারা গেছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার মো. আব্দুল ওয়ারিশ খান সারাবাংলাকে জানান, আক্রান্ত দুই পুলিশ সদস্য কনস্টেবল পদমর্যাদার। তারা সিএমপির ট্রাফিক বিভাগের উত্তর জোনে কর্মরত আছেন। তারা দাপাড়ায় পুলিশ ব্যারাকে থাকেন।

ওই ব্যারাকের আরও এক ট্রাফিক কনস্টেবল এর আগে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এরপর পুরো ব্যারাক লকডাউন করে ২০০ পুলিশ সদস্যসহ ২২৫ জনকে কোয়ারেনটাইনে রাখা হয়।

বিজ্ঞাপন

বিআইটিআইডিতে গত ২৬ মার্চ থেকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করা নমুনায় করোনাভাইরাসের অস্তিত্ব পরীক্ষা শুরু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামের বিআইটিআইডিতে মোট এক হাজার ১৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে মোট ৩৬ জনের নমুনায় করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেল।

আক্রান্তদের মধ্যে ৩২ জন চট্টগ্রাম জেলার। এর বাইরে লক্ষ্মীপুরের দু’জন এবং নোয়াখালীর দু’জন। ৩৬ জনের মধ্যে চার জন মৃত।

করোনায় আক্রান্ত করোনায় আক্রান্ত ৬ চট্টগ্রাম পুলিশ কনস্টেবল বিআইটিআইডি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর