টেকনাফ থেকে মালয়েশিয়া ফেরত ৪ শতাধিক রোহিঙ্গা আটক
১৬ এপ্রিল ২০২০ ০৯:১৭
কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়া ফেরত ৪ শতাধিকে রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা। বুধবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে টেকনাফের বাহারছড়া শামলাপুরের জাহাজ ঘাট থেকে তাদের আটক করে। তারা মালয়েশিয়া যেতে না পেরে এই এলাকা দিয়ে উঠার চেষ্টা করে।
এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ স্টেশন কোস্ট গার্ডের কর্মকর্তা এম সোহেল রানা বলেন, রোহিঙ্গা ভর্তি একটি বড় জাহাজ টেকনাফ জাহাজপুরা ঘাট দিয়ে উঠার সময় ৪ শতাধিকের মতো রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা বেশ কিছুদিন আগে সাগরপথে মালয়েশিয়া যাত্রা করছিল। কিন্তু সেখানে ভিড়তে না পেরে আবার চলে আসেন।
টেকনাফ উপজেলার ইউএনও মো. সাইফুল ইসাম বলেন, মালয়েশিয়া ফেরত ৩ শ’র বেশি রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা মালয়েশিয়া যেতে না পেরে ফেরত আসে। তাদের আগে এক জায়গায় জড়ো করা হচ্ছে। এদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু। বিস্তারিত পরে জানানো হবে।
আটক হওয়া মো. জোবাইর বলেন, গত দুই মাস ৪১২ জন রোহিঙ্গা ভর্তি একটি ট্রলার সাগরপথে মালয়েশিয়া পাড়ি দিই। কিন্তু সে দেশে কড়াকড়ির কারণে ঢুকতে না পেরে এখানে ফিরে আসি। সাগরে এতদিন ভাসমান ছিলাম। তাদের ট্রলারে ২৮ জন মারা গেছে। তার বাড়ি টেকনাফ নয়াপাড়া ক্যাম্পে।