Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘৩০ শতাংশ শ্রমিক এখনও মার্চ মাসের বেতন পায়নি’


১৬ এপ্রিল ২০২০ ১৬:০৪

ঢাকা: দেশের ৩০ শতাংশ গার্মেন্টস শ্রমিক এখনও মার্চ মাসের বেতন পায়নি বলে দাবি করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংগঠনটির সভাপতি আমিরুল হক আমিন এক বিবৃতিতে এ দাবি করেছেন। একইসঙ্গে দ্রুত সময়ে সব গার্মেন্টস শ্রমিকদের বেতন পরিশোধের দাবিও জানান তিনি।

বিবৃতিতে বলা হয়, দেশের ৩০ শতাংশ গার্মেন্টস শ্রমিক এখনও মার্চ মাসের বেতন পায়নি। ১৬ এপ্রিলের মধ্যে সব গার্মেন্টেসে বেতন-ভাতা পরিশোধের নির্দেশ দিয়েছিলেন শ্রম প্রতিমন্ত্রী। এমনকি যেসব মালিক ১৬ এপ্রিলের মধ্যে বেতন ভাতা পরিশোধ করবে না তাদের লাইসেন্স নবায়ন না করাসহ কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। কিন্তু সরকারের নির্দেশ অমান্য করে এইসব মালিকরা বেতন-ভাতা পরিশোধ করেনি এবং যে সব কারখানায় বেতন দেওয়া হয়েছে সেসসব কারখানার মালিকরাও মার্চ মাসের বেতনও ৫ দিনের কেটে দিয়েছে, যা সম্পূর্ণ বেআইনি ও অন্যায়।

বিজ্ঞাপন

বিবৃতিতে সকল গার্মেন্টস শ্রমিকদের বেতন পরিশোধের দাবি জানিয়ে এসব মালিকদের প্রতি ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি। বেতন-ভাতা পরিশোধ করেনি এমন কয়েকটি গার্মেন্টেসের নাম উল্লেখ করেছে সংগঠনটি। সেগুলো হল- আশুলিয়া সততা নীট, রিয়াজ সোয়েটার, সাভার বসুন্ধরা গার্মেন্টস, দিপ্ত অ্যাপারেলস, মিরপুর চিটাগাং ফ্যাশন, গাজীপুর ট্রাস্ট নীটওয়্যার, পেনোইন ফ্যাশন, নারায়ণগঞ্জ-প্যাক কনস্নান, কালার ফেয়ার, আলপাইন নীটওয়্যার, চট্রগ্রাম মডিস্ট বাংলাদেশ, এস কে পিজি লিমিটেড।

তবে ১৫ এপ্রিল পর্যন্ত বিজিএমইএর সদস্যভুক্ত কারখানায় ৭৮ শতাংশ শ্রমিক মার্চ মাসের বেতন পেয়েছে বলে দাবি করেন বিজিএমইএ সভাপতি রুবানা হক। বুধবার (১৫ এপ্রিল) এক অডিও বার্তায় বিজিএমইএ সভাপতি রুবানা হক বলেন, ‘আমাদের সদস্যভুক্ত রফতানিকারক কারখানার ৭৮ শতাংশ শ্রমিক ইতোমধ্যে বেতন পেয়েছে। বাকিরাও আশা করছি ১৬ তারিখের মধ্যে দিতে পারবে।’

বিজ্ঞাপন

এদিকে বুধবার বিজিএমইএ জানিয়েছে, তাদের ২২৭৪ সদস্য কারখানার মধ্যে ১১৮৬টি পোশাক কারখানায় মার্চ মাসের বেতন দেওয়া হয়েছে। এরমধ্যে ঢাকার ২০১ টি, গাজীপুরে ৪৩২টি, সাভার-আশুলিয়ায় ২৪৩ টি, নারায়ণগঞ্জে ১১৮ টি ও চট্টগ্রামের ১৫৬ টি ও অন্যান্য ৩৬ টি কারখানায় মার্চ মাসের বেতন হয়েছে। সে হিসাবে বিজিএমইএ’র সদস্যভুক্ত ৫২ শতাংশ কারখানায় মার্চ মাসের বেতন হয়েছে।

এছাড়া ১৩ এপ্রিল পর্যন্ত বিকেএমইএ’র চালু থাকা ৮৩৩ টি কারখানার মধ্যে ৩১৮টিতে মার্চ মাসের বেতন হয়েছে। তবে বুধবার (১৫ এপ্রিল) সংগঠনটির পক্ষ এ সংক্রান্ত সর্বশেষ তথ্য জানাতে অপারগতা প্রকাশ করা হয়।

অন্যদিকে, বুধবার ঢাকা ও গাজীপুরে মার্চ মাসের বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেছেন। টানা কয়েকদিন ধরেই বেশ কিছু স্থানে এসব বিক্ষোভ চলছে।

গার্মেন্টস শ্রমিক গার্মেন্টস শ্রমিক ফেডারেশন বেতন-ভাতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর