Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা মোকাবিলায় লকডাউন কোনো সমাধান নয়: রাহুল গান্ধী


১৬ এপ্রিল ২০২০ ১৬:০০

ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস (আইএনসি) নেতা রাহুল গান্ধী ভারতের কেন্দ্রীয় সরকারের উদ্দেশে বলেছেন – নভেল করোনাভাইরাস মোকাবিলায় লকডাউন কোনো সমাধান নয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। খবর এনডিটিভি।

এ সময় রাহুল গান্ধী বলেন, কেন্দ্র সরকারের উচিত কৌশলগতভাবে এবং ব্যাপকহারে করোনাভাইরাস টেস্ট করানো। সেক্ষেত্রে পুরো ভারতকে হটস্পট এবং নন হটস্পট এই দুই ভাগে ভাগ করার পরামর্শ দেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সরকারের বর্তমান কার্যক্রম থেকে নভেল করোনাভাইরাস মোকাবিলায় তাদের গৃহীত পদক্ষেপ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া সম্ভব নয়।

এছাড়াও, নভেল করোনাভাইরাস টেস্টের নিম্নহারের কথা উল্লেখ করে তিনি বলেন – নভেল করোনাভাইরাস যথাযথভাবে মোকাবিলা করতে হলে আমাদের টেস্টের হার বাড়াতে হবে।

ভারতের অর্থনৈতিক দৈন্যদশার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, নিম্নআয়ের মানুষের খাদ্যের নিরাপত্তা সরকারকেই নিশ্চিত করতে হবে কিন্তু এ ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ নেই।

ওই ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে রাহুল গান্ধী বলেন – এই বক্তব্যকে সমালোচনা মনে করবেন না, আপনার সঙ্গে আমাদের বিভিন্ন ইস্যুতে মতবিরোধ থাকতে পারে। কিন্তু এই বিশ্বমহামারি মোকাবিলায় আমরা একসঙ্গে কাজ করতে আগ্রহী। কাজের পরিবেশ তৈরি করুন।

প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পর্যন্ত ভারতে মোট আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৪২২ জনের।

নভেল করোনাভাইরাস ভারত রাহুল গান্ধী

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর