Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোয়ারেনটাইনে ব্যবহারের জন্য সরকারকে ৪৩০টি কক্ষ দিয়েছে ব্র্যাক


১৬ এপ্রিল ২০২০ ১৬:২৭

ঢাকা: বিদেশ প্রত্যাগতদের কোয়ারেনটাইন হিসেবে ব্যবহারের জন্য সরকারকে ৪৩০টি কক্ষ দিয়েছে ব্র্যাক। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর আশকোনায় ব্র্যাক লার্নিং সেন্টারের এই কক্ষগুলো হস্তান্তর করা হয়।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, ‘এই সময়ে বিদেশ প্রত্যাগত সকলেরই কোয়ারেনটাইনে থাকা প্রয়োজন। ঢাকার আশপাশে উপযুক্ত পরিবেশে ভালো মানের কোয়ারেনটাইন সেন্টার থাকলে বিদেশপ্রত্যাগতরা স্বাচ্ছন্দ্যবোধ করবেন। সেই ভাবনা এবং সামাজিক দায়বদ্ধতা থেকেই ব্র্যাক এই ৪৩০টি কক্ষ সরকারকে দিয়েছে।’

বিজ্ঞাপন

ব্র্যাক ইতোমধ্যে করোনাভাইরাস প্রতিরোধে দেশজুড়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এতে যুক্ত রয়েছে এর ১ লাখেরও বেশি কর্মী, স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যকর্মী। এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে স্থানীয় প্রশাসনের সহায়তায়।

এছাড়া ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য এ পর্যন্ত ৬ লক্ষাধিক তরল সাবান, গোসলের সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের মধ্যে সুরক্ষা উপকরণ হিসেবে ৫৫ হাজারেরও বেশি সার্জিক্যাল মাস্ক এবং ৮১ হাজার জোড়া গ্লাভস বিতরণ করা হয়েছে।

ইতিমধ্যে ব্র্যাক স্বাস্থ্যসম্মত ও কুটিরশিল্পভিত্তিক পদ্ধতিতে পুনর্ব্যবহারযোগ্য মাস্ক ও সুরক্ষা পোশাক (পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বা পিপিই) উৎপাদন শুরু করেছে। এরই মধ্যে প্রায় সাড়ে ৩ লাখ পুনরায় ব্যবহারযোগ্য মাস্ক এবং ২ হাজার ১৫০টি সুরক্ষা পোশাক বিতরণ করা হয়েছে।

৪৩০ কোয়ারেনটাইন ব্র্যাক

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর