Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিল্প এলাকায় সব ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ


১৬ এপ্রিল ২০২০ ১৮:৪৫

ঢাকা: দেশের বিভিন্ন শিল্প এলাকায় সব ব্যাংকের সব শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী রোববার (১৯ এপ্রিল) থেকে এ সিদ্ধান্ত কার্যকর করতে হবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়েছে, সারাদেশের সব মহানগর, জেলা ও উপজেলা প্রশাসনকর্তৃক লকডাউন করা এলাকায় প্রশাসনের সঙ্গে আলোচনাক্রমে জরুরিভিত্তিতে সব ব্যাংকের কমপক্ষে একটি শাখা খোলা রাখতে হবে। আর ব্যাংক কর্মকর্তা/ কর্মচারিদের যাতায়াতের বিষয় নির্বিঘ্ন করতে প্রশাসনকে অবহিত করতে হবে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অনলাইন সুবিধাসম্বলিত ব্যাংকসমূহকে গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে প্রয়োজনীয় সংখ্যক শাখা খোলা রাখতে হবে। আর অনলাইন বর্হিভূত সব ব্যাংকের সব শাখা খোলা রাখতে হবে। এছাড়া সারাদেশে জেলা সদর গুরুত্বপূর্ণ স্থান বিবেচনায় ব্যাংকের অন্তত একটি শাখা প্রতি কার্যদিবসে খোলা রাখতে হবে।

দেশের মহানগর ও বিভাগীয় পর্যায়ে সব এডি শাখা (যেখানে বৈদেশিক লেনেদেন সম্পন্ন হয়) খোলা রাখতে হবে। তবে দেশের অন্যান্য এলাকায় নিজেদের বিবেচনায় নির্বাচিত এডি শাখা খোলা রাখা যাবে। তবে শ্রমঘন শিল্প এলাকায় সব ব্যাংকের সব শাখা খোলা রাখতে হবে।

দেশের সমুদ্র-স্থল-বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথ খোলা রাখার বিষয়ে স্থানীয় প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকার ও স্থানীয় প্রশাসনের ঘোষিত লকডাউন এলাকায় প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রতিটি ব্যাংকের একটি শাখা খোলা রাখার ব্যবস্থা করার কথা বলা হয় প্রজ্ঞাপনে।

বিজ্ঞাপন

এছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায়, ব্যাংকের এটিএম ও কার্ডভিত্তিক লেনদেন চালু রাখার সুবিধার্থে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নোট সরবরাহ ও সার্বক্ষণিক চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।

টপ নিউজ বাংলাদেশ ব্যাংক ব্যাংক ব্যাংক খোলা শিল্প এলাকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর