Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে দুর্ঘটনার শিকার সেনাবাহিনীর গাড়ি, ১ সেনা নিহত, আহত ২১


১৬ এপ্রিল ২০২০ ১৮:১০

ঢাকা: রাজধানীর কলেজগেট এলাকায় সেনাবাহিনীর একটি লরি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে এক সেনা সদস্য নিহত ও ২১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

আইএসপিআর জানায়, উল্টোপথে আসা এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে সেনাবাহিনীর গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় গাড়িটি সড়ক বিভাজনের ওপর উঠে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় প্রিন্স নামে একজন সৈনিক ঘটনাস্থলেই মারা যান। গাড়িটিতে থাকা আরও ২১ জন সৈনিক আহত হন।

আন্তঃবাহিনী পরিদপ্তরের ( আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান জানান, বৃহস্পতিবার সকালে সাভার সেনানিবাস থেকে মুন্সীগঞ্জের জাজিরা যাচ্ছিল সেনা সদস্য বহনকারী গাড়িটি।

এদিকে সকালের এই দুর্ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। বলা হয়, দুর্ঘটনায় চারজন সেনা সদস্য মারা গেছেন। আবার কোনো পোস্টে বলা হয়, সাইকেল আরোহীসহ ৬ জন মারা গেছেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইএসপিআর জানায়, এগুলো মিথ্যা খবর। অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। সেনাবাহিনী কখনো মিথ্যা তথ্য দেয় না। দুর্ঘটনায় সেনা সদস্য মারা যাবে আর তা লুকিয়ে কার কী লাভ। তবে সবকিছু যাচাই বাছাই করে খবর প্রকাশ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা উচিত।

শেরেবাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী বলেন, ‘সেনাবাহিনীর গাড়িটি রাস্তা ফাঁকা থাকায় একটু গতিতে যাচ্ছিল। সাইকেল আরোহী উল্টো দিক থেকে হঠাৎ করে আসায় চালক সাইড যেতে চেয়েছিলেন কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় তা সম্ভব হয়নি। ঘটনাস্থলে একজন মারা গেছে বাকী ২১ জন আহত আছেন। আর যারা গুজব ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আমরা সাইবার ইউনিটকে অনুরোধ করেছি।’

আইএসপিআর গাড়ি দুর্ঘটনা পুলিশ সেনাবাহিনী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর