Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোববার থেকে ব্যাংক লেনদেনের সময় বাড়ছে ৩০ মিনিট


১৬ এপ্রিল ২০২০ ১৮:৫৯

ঢাকা: ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ। নতুন সময়সূচি অনুযায়ী, রোববার (১৯ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকাল ১০ টাকা থেকে দুপুর ১ পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে। এতদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২ টায় ব্যাংক লেনদেন চলত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের জারি করা নতুন প্রজ্ঞাপনে লেনদেনের সময় ৩০ মিনিট বাড়িয়ে দুপুর ১টা পর্যন্ত করা হয়েছে। তবে অভ্যন্তরীণ কাজের জন্য আগের মতোই দুপুর ২টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১৯ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দৈনিক ব্যাংকিং লেনদেনের সময়সূচি সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলবে। এছাড়া লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগসমূহ খোলা রাখার সময়সূচি দুপুর ২টা পর্যন্তই থাকবে।

এর আগে গত ৯ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেনের জন্য ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্নের জন্য দুপুর ২ টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার কথা বলা হয়। কিন্তু বৃহস্পতিবার জারি করা নতুন প্রজ্ঞাপনে লেনদেন সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়।

৩০ মিনিট ব্যাংক লেনদেন রোববার সময় বাড়ছে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর