Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অব্যর্থ’ পরমাণু অস্ত্রের দাপুটে ঘোষণা পুতিনের


১ মার্চ ২০১৮ ২২:০২

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়া এমন একটি পরমাণু অস্ত্র বানিয়েছে যা কোনোভাবেই ব্যর্থ করা যাবে না। সে কথা জানিয়েছেন খোদ ভ্লাদিমির পুতিন।

দেশটির প্রেসিডেন্ট পুতিন তার চতুর্থ মেয়াদের জন্য যখন মূল নীতিগুলো নিয়ে কথা বলছিলেন, তখনই এমন উচ্চারণ করলেন। দেশটির নির্বাচন আর মোটে ১৭ দিন বাকি। তারই প্রস্তুতি নিচ্ছেন ভ্লাদিমির পুতিন।

তার এই পরমাণু অস্ত্র এমন এক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সঙ্গে সন্নিবেশিত যা পৃথিবীর যেকোনো প্রান্তে গিয়ে আঘাত হানতে পারে। এই ঘোষণা দিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্দেশ্যে ফের সতকর্তার বাণী ছাড়লেন। বললেন, তাদের সকলকে এই নতুন বাস্তবতা মেনে নিতেই হবে। আর বুঝতে হবে… এ কোনো ফাঁকা বুলি নয়।

বৃহস্পতিবার (১ মার্চ) জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন ভ্লাদিমির পুতিন।

এ সময় দেশটির বানানো দুটি পরমাণু অস্ত্রসম্বলিত ক্রুজ মিসাইলের ভিডিও প্রদর্শন করা হয়।

এর একটি নিচের আকাশ দিয়ে এত দ্রুত উড়ে যেতে পারে, যা শনাক্ত করা কারো পক্ষেই সম্ভব নয়। এটি যে কত দূরে গিয়ে আঘাত হানতে পারবে তার কোনো সীমা নির্ধারণ করা যেমন নেই, তেমনি এটি কোনো পথে কীভাবে উড়ে যাবে তা-ও বোঝার ক্ষমতা কারো থাকবে না।

এ পর্যন্ত ক্ষেপণাস্ত্র প্রতিরোধে যেসব ব্যবস্থা নিশ্চিত করা গেছে তার কোনোটাই এই পরমাণু অস্ত্রবাহিত ক্ষেপণাস্থটিকে ঠেকাতে পারবে না, ঘোষণা পুতিনের।

অন্য অস্ত্রটি সম্পর্কে পুতিন জানান, এটি একটি সাবমেরিনবাহিত ক্ষেপণাস্ত্র। যা পানির তল দিয়ে দীর্ঘপথ পাড়ি দিয়ে যেকোনো স্থানে গিয়ে পরমাণু অস্ত্রের আঘাত হানতে সক্ষম।

সারাবাংলা/এমএম/আইজে


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর