Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি চাল গোপনে বিক্রি, ডিলারসহ আটক ৩


১৭ এপ্রিল ২০২০ ১৩:১৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ন্যায্য মূল্যের সরকারি চাল গোপনে বিক্রির সময় এক ডিলারসহ তিন জনকে হাতেনাতে আটক করা হয়েছে। এসময় ১২০ কেজি চাল জব্দ করা হয়েছে এবং গুদাম সিলগালা করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নের আজাদী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সায়েদুল আরেফিনের নেতৃত্বে অভিযান চালানো হয়।

আটক তিন জন হলেন— ওএমএস চালের ডিলার সরোয়ার জামান বাবুল, একজন তার গুদামের কর্মচারী এবং ক্রেতা এক রিকশাচালক।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার সারাবাংলাকে বলেন, ‘১০ টাকা দামে চাল বিক্রির জন্য বরাদ্দ পেয়েছিলেন ডিলার বাবুল। কিন্তু সেই চাল তিনি গোপনে গুদাম থেকে বের করে বাড়তি দামে বিক্রি করছিলেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে বাবুলসহ তিন জনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।’

ওসি জানান, ঘটনাস্থল থেকে চার বস্তা চাল জব্দ করা হয়েছে। প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ১২০ কেজি চাল আছে। তার গুদামে আরও ১৪ বস্তা চাল মজুত আছে। গুদাম আপাতত সিলগালা করা হয়েছে।

ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এম এ কাইয়ূম সারাবাংলাকে বলেন, ‘নিয়ম হচ্ছে প্রত্যেকে ১০ টাকা কেজি দরে এক বস্তা করে চাল কিনতে পারবেন। কিন্তু ডিলার বাবুল চার বস্তা চাল বাড়তি দামে বিক্রি করছিলেন। নোয়াখালীর হাতিয়ার এক রিকশাচালক চার বস্তা চাল ডিলারের কাছ থেকে বুঝে নিচ্ছিল। আমরা হাতেনাতে তাদের পেয়েছি।’

ডিলার সরোয়ার জামান বাবুল রাজনীতির সঙ্গে জড়িত কি না, জানতে চাইলে কাইয়ূম বলেন, ‘এখন তো সবাই আওয়ামী লীগ। সে আওয়ামী লীগ করে। তবে পদ-পদবি নাই।’

বিজ্ঞাপন

ওএমএস চাল ওএমএস চালের ডিলার গোপনে চাল বিক্রি টপ নিউজ সরকারি চাল

বিজ্ঞাপন

আজ সশস্ত্র বাহিনী দিবস
২১ নভেম্বর ২০২৪ ০৯:১৬

আরো

সম্পর্কিত খবর