Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জনগণের আস্থা হারায় এমন আচরণ করা যাবে না’


১ মার্চ ২০১৮ ২৩:০০

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ‘জনগণ আস্থা হারায় বিচারকদের এমন কোনো আচরণ করা যাবে না’ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

রাজধানীর একটি হোটেলে বৃহস্পতিবার (০১ মার্চ) রাতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘সব ধরনের পরিস্থিতিতে বিচারকদের নিজ দায়িত্ব পালন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সাম্প্রতিকালে বিচার বিভাগের অর্জন উল্লেখ করার মতো। আপনাদের ঐকান্তিক চেষ্টায় অনেক চাঞ্চল্যকর মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’

দেশে বিদেশে উচ্চশিক্ষা, মাতৃত্বকালীন ছুটি ও প্রেষণে পদায়নের কারণে নিম্ম আদালতের বিচার কার্যক্রমে ‘বিচারক শূন্যতা’র সৃষ্টি যাতে না হয় এবং বিচারপ্রার্থীরা যাতে ভোগান্তিতে না পড়ে সে জন্য নিম্ম আদালতের বিচারক পদের মোট ১০ শতাংশ সংরক্ষিত পদ সৃষ্টির জন্য— এ সময় প্রধান বিচারপ্রতি আইনমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘মামলাজট কমাতে ও বিচার প্রাথী জনগণের হয়রানি লাঘবে শিগ্‌গিরই ই-জুডিশিয়ারি চালু করবে সরকার। সমৃদ্ধ বিভাগ হিসেবে গড়ে তুলতে বিচার বিভাগকে ঢেলে সাজাতে হবে।’

তিনি আরও বলেন, ‘ক্ষমতার দ্বন্দ্বে বিচার বিভাগ কোনো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান নয়। বরং বিচার বিভাগ হবে জনগণের কল্যাণ ও ন্যায়বিচার নিশ্চিতের প্রতিষ্ঠান।’

সংগঠনের সভাপতি ও ঢাকা জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতির স্ত্রী সামিনা খালেকও উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এজেডকে/আইজেকে


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর