Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের মৃত্যুতে পুলিশের শোক


১৭ এপ্রিল ২০২০ ১৫:৪৩

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবা‌হিনীর সদস্য প্রিন্স নিহত এবং অপর ২১ জন সেনা সদস্য আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে পুলিশ সদর দফতরের সহকারী উপ-মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) মো. সোহেল রানা এ তথ্য জানান। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বলেন, ‘করোনাভাইরাসের বিস্তাররোধে বাংলাদেশ পু‌লিশের সঙ্গে যুথবদ্ধভাবে লড়াই করে চলেছে বাংলাদেশ সেনাবা‌হিনীসহ অন্যান্য সাম‌রিক ও বেসাম‌রিক প্রতিষ্ঠান। তখন এ অনাকাঙ্ক্ষিত মৃত্যু ও হতাহতের ঘটনা বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যকে অত্যন্ত ব্যথিত করেছে।’

তিনি আরও বলেন, ‘নিহত সেনা সদস্যের রুহের মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে বাংলাদেশ পুলিশ।’ আহত সেনা সদস্যদের দ্রুত আরোগ্যও কামনা করছে বাংলাদেশ পুলিশ।

বাংলাদেশ পুলিশ শোক সেনা সদস্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর