Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমাদের জানা ছিল না কতগুলো ল্যাব লাগবে: স্বাস্থ্যমন্ত্রী


১৭ এপ্রিল ২০২০ ১৬:৪১

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ইতোমধ্যে ২০টি ল্যাব স্থাপন করা হয়েছে। এই ২০টি ল্যাব এত সহজে স্থাপিত হয়নি। আপনারা জানেন যে, আমাদের জানা ছিল না কতগুলো ল্যাব লাগতে পারে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই ল্যাবগুলো অন্য দেশ থেকে আমদানি করে আনতে হয়। যেখানে আমদানি বন্ধ ছিল। আমরা বিভিন্ন উপায়ে, বিভিন্নভাবে ল্যাবগুলো স্থাপন করেছি।’

স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৯০টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে আরও ২৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা হয়েছে এক হাজার ৮৩৮ জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ১৫ জন। এতে মৃতের সংখ্যা হয়েছে ৭৫।

আক্রান্তদের মধ্যে আরও নয়জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৫৮ জনে দাঁড়িয়েছে।

করোনা করোনা মোকাবিলা করোনা শনাক্ত করোনাভাইরাস টপ নিউজ স্বাস্থ্যমন্ত্রী


বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৮

সম্পর্কিত খবর