Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বল্প পরিসরে মুজিবনগর দিবস পালন, ঘরে থেকে সংগ্রামের আহ্বান


১৭ এপ্রিল ২০২০ ১৭:৩৫

মেহেরপুর: করোনাভাইরাসের বিরুদ্ধে ঘরে থেকে সংগ্রাম হোক এবারের মুজিবনগর দিবসের শপথ— এমনই আহ্বান জানিয়েছেন মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি। শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে স্বল্প পরিসরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

করোনাভাইরানের প্রাদুর্ভাবের কারণে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগরের আববাগানে বাংলাদেশের প্রথম সরকারের শপথের এ দিনটি পালন করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন এই আয়োজন করে।

বিজ্ঞাপন

এসময় জেলা প্রশাসক বলেন, ‘দেশব্যাপী আমরা সকল মানুষ যার যার অবস্থান থেকে সংগ্রামে অবর্তীণ হয়েছি। নিশ্চয়ই এই সংগ্রামে আমরা জয়লাভ করবো এবং আমাদের অর্থনৈতিক যে অগ্রযাত্রাকে অব্যহত রেখে ১৯৭১ সালের আমাদের যেসকল বীর মুক্তিযোদ্ধারা এদেশের জন্য যুদ্ধ করেছিলেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হবো।’

ভোরে পুলিশের ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানের সূচনা হয়। এরপর জেলা প্রশাসক আতাউল গনি ও পুলিশ সুপার এসএম মুরাদ আলী স্মৃতিসৌধের বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। সেখানে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও দো’আ মোনাজাত করা হয়।

পরে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এবং জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা স্মৃতিসৌধে ফুল দেন।

মুজিবনগর মুজিবনগর দিবস স্বল্প পরিসরে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর