ঢাকা: করোনাভাইরাসের কারণে ঘরে থাকায় মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এই সময়ে টিভিতে যদি বিনোদনমূলক অনুষ্ঠান বেশি প্রচার করা হয় তাহলে তাদের মানসিক চাপ কমবে বলে আশা করি। প্রতিনিয়ত দেশের মানুষকে করোনা প্রতিরোধের বিষয়ে সুপরামর্শ দিলে বেশি উপকারে লাগবে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অনলাইন বুলেটিনে এ আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টেস্টিংয়ের কার্যক্রম আরও বৃদ্ধি করা প্রয়োজন যা চলমান রয়েছে। সমস্যা হলো রোগীরা টেস্ট করতে আগ্রহ প্রকাশ করে না এবং গোপন করে যায়। ফলে অনেক চিকিৎসক আক্রান্ত হয়েছে। এই আচরণ আশঙ্কাজনক।’
করোনাভাইরাস প্রতিরোধের মূল হাতিয়ার হলো সংক্রমণ রোধ করা বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।
ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৯০টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে আরও ২৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা হয়েছে এক হাজার ৮৩৮ জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ১৫ জন। এতে মৃতের সংখ্যা হয়েছে ৭৫। আক্রান্তদের মধ্যে আরও নয়জন সুস্থ হয়ে উঠেছেন, ফলে মোট সুস্থ হয়েছেন ৫৮ জন।