সেনাবাহিনীকে দিয়ে ত্রাণের চাল বিতরণের আহ্বান শাহাদাতের
১৭ এপ্রিল ২০২০ ১৯:৫৩
চট্টগ্রাম ব্যুরো: সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণের চাল বিতরণের দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন। এছাড়া বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাবার লাগাম টানতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এই রাজনীতিক।
শুক্রবার (১৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘লকডাউনের কারণে চট্টগ্রামের কয়েকলাখ হতদরিদ্র এবং বেকার মানুষ খুবই কষ্টে দিন পার করছেন। ঘরবন্দি হয়ে থাকায় দিনমজুর, কৃষক, শ্রমিকসহ গরিব মানুষের একটি বড় অংশ কর্মহীন। কর্মহীন দরিদ্র মানুষের জন্য সরকার যে পরিমাণ চাল বিতরণ করছে, তা মোটেও পর্যাপ্ত নয়। মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে যোগ হয়েছে চাল চুরির মহোৎসব। এটা ঠেকাতে হলে ত্রাণের চাল বিতরণের দায়িত্ব সেনাবাহিনীকে দিতে হবে এবং এটা দ্রুততার সাথে পরিচালনা করতে হবে।’
‘মহামারির মধ্যেও ক্ষমতাসীন দলের দুর্নীতিবাজরা ত্রাণ ও স্বল্পমূল্যের চাল চুরি করছে। লোভ লালসা তাদের বিবেক-বোধকে অন্ধ করে দিয়েছে। এর সঙ্গে জড়িত কারও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। যারা গরিবের হক মেরে খায়, তারা দেশের শত্রু, মানবতার শত্রু’, বলেন শাহাদাত।
চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন পাওয়া শাহাদাত বলেন, ‘বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বাড়ছে। মুনাফালোভী ব্যবসায়ীরা এর সঙ্গে জড়িত। এখনই এদের লাগাম টেনে ধরতে হবে।’