আইমন্ত্রীর মায়ের মৃত্যু, প্রধানমন্ত্রীর গভীর শোক
১৮ এপ্রিল ২০২০ ১১:৩৬
ঢাকা: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের মা জাহানারা হক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১৮ এপ্রিল) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী এই গভীর শোক জানান। শোকবার্তায় মরহুমার আত্মার মাগফিরাত ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
আইনমন্ত্রীর মা জাহানারা হক বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ও বঙ্গবন্ধু হত্যা মামলার সাবেক প্রধান আইনজীবী মরহুম সিরাজুল হকের স্ত্রী।
রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৩টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।
জাহানারা হক গত বছরের ২৭ অক্টোবর থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি হৃদরোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
শনিবার জোহরের নামাজের পর বনানীর ১১ নম্বর রোড সংলগ্ন পানি উন্নয়ন বোর্ড জামে মসজিদে সীমিত পরিসরে পারিবারিকভাবে জাহানারা হকের জানাজা হবে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
আইনমন্ত্রীর মায়ের মৃত্যু জাহানারা হক টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা