Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেনাবাহিনীর আর্টডকের ব্যবস্থাপনায় শুকনো খাবার বিতরণ


১৮ এপ্রিল ২০২০ ১৬:৪৩

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের (আর্টডক) অন্তর্ভুক্ত প্রশিক্ষণ সেন্টার ও প্রতিষ্ঠানসমূহ বেসামরিক প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি দরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে বিভিন্ন প্রকার ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে।

শনিবার (১৮ এপ্রিল) সদরদফতর আর্টডকের অন্তর্ভুক্ত ৪০৩ ব্যটল গ্রুপ কর্তৃক ময়মনসিংহ শহর এলাকা এবং চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী ও নাটোর এলাকায় অবস্থিত বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় নিজ নিজ এলাকায় দরিদ্র পরিবারের মাঝে শুকনো খাদ্য ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আর্টডকের ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিনে ইতোমধ্যেই ২০০০ পরিবারকে শুকনো খাবার, মাস্ক এবং ১০০০টি হ্যান্ড সানিটাইজার বিতরণ করা হয়েছে।

এছাড়াও সেনাবাহিনীর তত্তাবধানে বৃদ্ধ ও সহায়সম্বলহীন পরিবারকে নিয়মিতভাবে চিকিৎসা সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।

আর্টডক সেনাবাহিনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর