Thursday 26 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে মারা যাওয়া বৃদ্ধ করোনায় আক্রান্ত ছিলেন


১৮ এপ্রিল ২০২০ ১৮:০১

বরিশাল: বরিশালে মারা যাওয়া বৃদ্ধ (৭২) করোনভাইরাসে আক্রান্ত ছিলেন। গতকাল শুক্রবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত বরিশাল বিভাগে মারা যাওয়া বৃদ্ধ সহ মোট চারজনের করোনাভাইরাসে মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছে ৩৪ জন।

হাসপাতালের পরিচালক বাকির হোসেন জানান, শুক্রবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে ওই রোগীর মৃত্যু হয়। ৭২ বছর বয়সী ওই রোগী অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা পরিদর্শক ছিলেন।

তার বাড়ি বরগুনার বেতাগী উপজেলায়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তার নমুনা সংগ্রহ করার পর তিনি সন্ধ্যায় মারা যান। রাত নয়টার দিকে হাসপাতালের পরীক্ষাগারে তার নমুনা পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

এ ছাড়া গতকাল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের করোনাভাইরাস পরীক্ষাগারে আরও পাঁচজনের করোনাভাইরাস শনাক্ত হয়। তাদের মধ্যে তিনজনই বরগুনার।

এখন পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলার মধ্যে ভোলা ছাড়া পাঁচ জেলায় ৩৪ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হলেন। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশাল জেলায়। বরিশাল জেলায় ১৬ জন, বরগুনায় ৭ জন, ঝালকাঠিতে ৩ জন, পিরোজপুরে ৫ জন ও পটুয়াখালীতে ২ জন। বরগুনায় দুজন, পটুয়াখালী ও বরিশালে একজন করে আক্রান্ত রোগী মারা গেছেন।

করোনা করোনা মোকাবিলা করোনাভাইরাস টপ নিউজ শেবাচিম শের-ই বাংলা হাসপাতাল

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর