Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বকেয়া বেতন ও ত্রাণের জন্য পোশাক কর্মী-চালকদের বিক্ষোভ


১৮ এপ্রিল ২০২০ ১৮:৫২

চট্টগ্রাম ব্যুরো: বকেয়া বেতন ও ত্রাণের দাবিতে চট্টগ্রাম নগরীতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার কর্মী এবং অটোরিকশা চালকেরা।

শনিবার (১৮ এপ্রিল) সকালে নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড়ে একটি পোশাক কারখানার শ্রমিকেরা মার্চ মাসের বেতনের জন্য বিক্ষোভ করেন।

এছাড়া নভেল করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে সৃষ্ট লকডাউন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অটোরিকশা চালকেরা নগরীর হালিশহরের বড়পোল এলাকায় বিক্ষোভ করেছেন।

ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন বলেন, ফ্রাঙ্ক গার্মেন্টস নামে একটি কারখানার কয়েকশ শ্রমিক মার্চ মাসের বেতন পাননি দাবি করে সড়কে এসে বিক্ষোভ করেছেন। তাদের কারখানাও বন্ধ আছে। ২৬ এপ্রিল খুলবে। বারবার কারখানায় ধর্না দিয়েও বেতন না পেয়ে তারা সড়কে আসেন। পরে আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিই।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘সিএনজি অটোরিকশার চালকেরা ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছেন। তারা বলেছেন, গত ২০ দিন ধরে তাদের এক টাকাও আয় নেই। তারা কোনো ত্রাণও পাননি।’

ত্রাণ দাবি বেতন শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর