কলেজছাত্র খুন : হলি উৎসবে পুলিশের নিয়ন্ত্রণ
২ মার্চ ২০১৮ ১১:০২ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১৯:৪২
আশীষ সেনগুপ্ত ও শামীম রিজভী
ঢাকা : দোল পূর্ণিমার দিনে আবির উৎসবে যোগ দিতে আসা এক কলেজছাত্র খুনের ঘটনায় শুক্রবার হলি উৎসবের ওপর কড়াকড়ি আরোপ করেছে পুলিশ।
সীমিত পরিসরে, ঘরোয়া আয়োজনে পুরান ঢাকার শাঁখারিবাজার এলাকার বাসিন্দারা কেবল হলি উৎসব করতে পারবেন। তবে তা বিকেল ৩টার মধ্যেই শেষ করতে হবে।
এবারের হলি উৎসবে বহিরাগত কেউ অংশ নিতে পারবে না বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, শুক্রবার সকাল থেকেই পুরান ঢাকার শাঁখারিবাজার, তাঁতিবাজার, লহ্মীবাজার, কোর্ট কাচারি এলাকায় সুনসান নীরবতা বিরাজ করছে। এলাকার প্রবেশমুখগুলোয় পুলিশের নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। কেবল স্থানীয়রাই পুলিশ চেকপোস্ট পার হয়ে যার যার গন্তব্যে যেতে পারছেন। তবে তাদেরও পড়তে হচ্ছে নানা জিজ্ঞাসার মুখে।
বহিরাগত কাউকেই ঢুকতে দিচ্ছে না পুলিশ। সকাল থেকে হলি উৎসব যোগ দিতে বহিরাগত যারা এসেছে তাদের ফিরে যেতে হয়েছে।
কোতয়ালী থানার ওসি এ বি এম মশিউর রহমান বলেন, ‘এটি হিন্দুদের ধর্মীয় উৎসব। তারা নিজেরা হলি উৎসব করতে পারবে। বাইরে থেকে কেউ এসে এখানে বিশৃঙ্খলা করতে পারবে না।’
‘এই এলাকার বাইরে আশেপাশে যাতে কেউ জটলা করতে না পারে সেজন্য পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। সারাদিন পুলিশের টহল-নজরদারি অব্যাহত থাকবে।’
পুলিশের নিয়মিত বাহিনীর পাশাপাশি সাদা পোশাকের পুলিশও পরিস্থিতি নজরে রেখেছে। পুলিশের নজরদারিতে সহায়তা করছেন স্থানীয় পঞ্চায়েত কমিটির সদস্যরা।
পঞ্চায়েত কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করে সারাবাংলাকে বলেন, ‘বৃহস্পতিবার এক ছাত্র খুন হয়েছে। এ বিষয়টিতে পুরান ঢাকার বাসিন্দারা বিব্রত।’
‘আগে বাইরে লোকজন এসে বিশৃঙ্খলা সৃষ্টি করত। এবার কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশকে আমরাও সহায়তা করছি।’
বৃহস্পতিবার আবির উৎসবের ঘটনা বর্ণনা করে স্থানীয় এক চিত্রশিল্পী সারাবাংলাকে বলেন, ‘কলেজছাত্র খুনের পাশাপাশি বেশকিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে বলে শুনেছি। মন্দিরে মন্দিরে বহিরাগতরা নারীদের শ্লীলতাহানির চেষ্টা করেছে। কাউকে কাউকে যৌন হয়রানিও করা হয়েছে।’
এছাড়া জোর করে তাদের রঙ মাখিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে- জানান ওই চিত্রশিল্পী।
কোতয়ালী থানার এসআই শাজাহান বলেন, ‘আমাদের ওপর নির্দেশনা রয়েছে। বহিরাগত কাউকেই ঢুকতে দেওয়া হবে না।’
‘পুরান ঢাকার বাসিন্দারা সীমিত পরিসরে হলি উৎসব করতে পারবেন। তবে তা জাঁকজমকপূর্ণ করা যাবে না। বেঁধে দেওয়া সময়ের মধ্যেই শেষ করতে হবে।’
বৃহস্পতিবার আবির উৎসব চলাকালে কলেজছাত্র রওনককে ছুরিকাঘাত করে হত্যা করেন দুর্বৃত্তরা।
তবে কী কারণে এই হত্যার ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
সারাবাংলা/জেএএম/একে
আরও পড়ুন : অতিরিক্ত রক্তক্ষরণে রনকের মৃত্যু