Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একখণ্ড জমিও যেন এবার অনাবাদি না থাকে: প্রধানমন্ত্রী


১৮ এপ্রিল ২০২০ ২২:০৬

ঢাকা: দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে একখণ্ড জমিও যেন এবার অনাবাদি না থাকে সেজন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের উৎপাদন বাড়াতে হবে। মাত্র শতকরা ৪ ভাগ সুদে কৃষি ঋণ দেওয়া হচ্ছে। সার-বীজসহ সবকিছু সরবরাহ করা হচ্ছে।

শনিবার (১৮ এপ্রিল) একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশনের সমাপণী ভাষণে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্যোগ আসবেই, এতে ভয় পাওয়ার কিছু নেই। সাহসের সঙ্গে আমাদের এসব মোকাবিলা করতে হবে। এই করোনা সংকট ঠিক কতদিন চলবে তা বিশ্বের কারও জানা নেই। বিশ্বের অনেকেই করোনার কারণে যে দুর্ভিক্ষের আশঙ্কা করছে, বাংলাদেশে যাতে দুর্ভিক্ষ না হয়- সেজন্য ইতোমধ্যে আমরা তিনবছর মেয়াদী বিভিন্ন পরিকল্পনা নিয়ে বাস্তবায়ন করছি।’

সংসদ সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মীসহ সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সবাই স্বাস্থ্যবিধি ও নির্দেশনাগুলো মেনে চলুন, অযথা বাইরে ঘোরাঘুরি করবেন না। নিজেরা সুরক্ষিত থাকুন, অন্যদেরও সুরক্ষিত রাখুন। অনেক ক্ষেত্রে দেখা যায় দেশের মানুষ একটু বেশিই সাহসী হয়ে গেছে।’

‘করোনা পরিস্থিতিতে ৫ কোটি লোক খাদ্য সহায়তার আওতায় আসবে’

‘এই ভাইরাস মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়। অথচ অনেকে ঘরে না থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন, অনেকে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে সেসব জায়গাকে সংক্রমিত করছেন। আমরা ঘরে থাককে অনুরোধ করছি, কিন্তু দেখছি অনেকে অযথাই বাইরে গিয়ে আড্ডা দিচ্ছে, গল্প করছে- স্বাস্থ্যবিধি মানতেই চাইছে না। এটা সত্যিই দুঃখজনক’, বলেন প্রধানমন্ত্রী।

এসময় সবার প্রতি অনুরোধ জানিয়ে সংসদ নেতা বলেন, ‘যে যেখান আছেন, সেখানেই থাকুন।’

অনাবাদি খাদ্য জমি প্রধানমন্ত্রী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর