ঢাকা: ‘হতদরিদ্ররা কিছুটা হলেও পাচ্ছে। মধ্যম আয়ের যারা বিভিন্ন কর্মসূচির মধ্যে আছে, তারাও কিন্তু ভাতা পাচ্ছেন। কিন্তু মাঝখানে সমস্যার মধ্যে মধ্যম আয়ের কিছু রাজনৈতিক কর্মী। আমরা দেখি সব দলের মধ্যে সেটা বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন। সবাই কিন্তু একটা হাহাকার অবস্থায় আছে। তারা বলছে, আমরা কী খাব?’
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে বিরোধী দলের পক্ষ থেকে দেওয়া সমাপনী বক্তব্যে বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় প্রধান হুইপ মশিউর রহমান রাঙ্গা একথা বলেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশে জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘আমি শুধু এইটুকু ওনাকে অনুরোধ করতে চাই, আমার এলাকা থেকে অনেক ছেলেপেলে আমার কাছে আসে যে আমরা কীভাবে চলব? তাই প্রধানমন্ত্রী যদি মধ্যম আয়ের মানুষগুলোকে বাঁচাতে যদি একটা পরিকল্পনা দিতেন। সেভাবে ব্যবস্থা গ্রহণ করতেন গ্রামে-গঞ্জে, তাহলে ভালো হতো।’
বিরোধীদলীয় প্রধান হুইপ বলেন, ‘আমি মনে করি উনি (প্রধানমন্ত্রী) সুচিন্তিত পরিকল্পনা নিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় দেশের অনেক মানুষ বেঁচে গেছে। ভিজিএফ, ভিজিডি, বয়স্কভাতা বিভিন্ন ধরনের ভাতার যে কর্মসূচি আছে, এই কর্মসূচিগুলো না থাকলে আজকে দেশের মানুষ না খেয়ে মারা যেত।’ করোনাভাইরাস মোকাবিলায় সরকারের কর্মকাণ্ডের প্রশংসা করে এসময় সকল উন্নয়ন কাজে সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন হুইপ রাঙ্গা।