রাজধানীর ১০টি থানায় ‘পিপিই’ দিলো বাংলাক্রাফট
১৯ এপ্রিল ২০২০ ০০:১৫
ঢাকা: করোনা মোকাবিলায় ঢাকা মহানগরীর ১০টি থানায় পিপিই ও মাস্ক দিয়েছে বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বাংলাক্রাফট)। শনিবার (১৮ এপ্রিল) সংগঠনটির সভাপতি গোলাম আহসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি থানায় ১০ সেট ফুল পিপিই ও ১০০টি করে মাস্ক দেওয়া হয়েছে। সাধারণ একটি ফান্ড গঠনের মাধ্যমে সংগঠনটি এ সহায়তা করেছে। সংগঠনটির নির্বাহী সদস্য সানাউল হক বাবুলর তত্ত্বাবধানে ১০টি থানায় এসব উপকরণ হস্তান্তর করা হয়েছে।
যে ১০টি থানায় সংগঠনটি এসব ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম দিয়েছে সেগুলো হলো- কলাবাগান, তেজগাঁও, হাজারীবাগ, নিউ মার্কেট, মোহাম্মদপুর, ধানমন্ডি, বংশাল, শাহবাগ, রমনা ও মতিঝিল।