Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, কক্সবাজারে কুপিয়ে একজনকে হত্যা


১৯ এপ্রিল ২০২০ ১১:৩৭ | আপডেট: ১৯ এপ্রিল ২০২০ ১৪:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: কক্সবাজার শহরের পাহাড়তলী ইসুলুঘোনা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ছৈয়দ আলম (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই ঘটনায় তার ছেলে জুয়েলকে (২৫) কুপিয়ে আহত করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবীর জানান, আধিপত্য নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী ও প্রতিপক্ষের একদল সন্ত্রাসী আকস্মিকভাবে পিতা ও পুত্রকে কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশের একটি দল তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিতা সৈয়দ আলমকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পুত্র জুয়েলের অবস্থাও আশঙ্কাজনক। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আধিপত্য বিস্তার কক্সবাজার কুপিয়ে হত্যা টপ নিউজ দ্বন্দ্ব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর