Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার চিকিৎসায় বাংলাদেশের কাছে হাইড্রোক্লোরোকুইন চায় মালয়েশিয়া


১৯ এপ্রিল ২০২০ ১৩:৪৭

ঢাকা: করোনা পরিস্থিতি মোকাবিলায় হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বাংলাদেশের কাছে অনুরোধ জানিয়েছে মালয়েশিয়া। হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট করোনা রোগীর চিকিৎসায় গুরুত্বপূর্ণ বলে জানায় কুয়ালালামপুর।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিশামুদ্দিন তুন হুসেইন এক চিঠিতে হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে অনুরোধ করেন। রোববার (১৯ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

এতে বলা হয়, করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে মালয়েশিয়ার সরকার সেদেশে প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা করছে। ঘনিষ্ঠভাবে কাজ করছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে।

এ ছাড়া হিশামুদ্দিন তুন হুসেইন বর্তমান পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ ও মালয়েশিয়ার একত্রে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মালয়েশিয়ার নাগরিকদের সে দেশে ফেরত নেওয়ার ক্ষেত্রে সহযোগিতার জন্য ড. মোমেনকে ধন্যবাদ জানান।

করোনাভাইরাস বাংলাদেশি কর্মী মালয়েশিয়া


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর