করোনায় শনাক্ত নতুন রোগী ৩১২, আরও ৭ জনের মৃত্যু
১৯ এপ্রিল ২০২০ ১৪:৪৫
ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩১২ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন আরও সাতজন। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ২৪৫৬ জনে।
এ ছাড়া মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১ জনে। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯ জন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়া মোট ৭৫ জন সুস্থ হয়েছেন।
করোনাভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে রোববার (১৯ এপ্রিল) দুপুরে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে দুই হাজার ৬৩৪ জনের। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৩ হাজার ৮২৫টি।
করোনা আক্রান্তের সপ্তম সপ্তাহে আছে বাংলাদেশ।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর এর প্রাদুর্ভাব বাড়তে থাকায় জনসাধারণের চলাচলে বিধি-নিষেধ আরোপ করে সরকার।
বন্ধ ঘোষণা করা হয় সরাকরি-বেসরকারি সব অফিস। সাধারণ ছুটি কয়েক দফায় বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়।
করোনা মোকাবিলা করোনা রোগী করোনাভাইরাস জাহিদ মালেক স্বাস্থ্যমন্ত্রী