শাহজাদপুরে চেয়ারম্যানের চুরি করা ২০ বস্তা চাল উদ্ধার
২০ এপ্রিল ২০২০ ০২:১৯
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০ নম্বর কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের আত্মসাৎ করা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এই ২০ বস্তা চাল করোনাভাইরাসে কর্মহীনদের জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছিল।
রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ইউনিয়নের গোপালপুর মোড় সংলগ্ন আয়াত উল্লাহ নামক ব্যক্তির বাড়ি থেকে এ ত্রাণের চাল উদ্ধার করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জোহা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হন। তারা ডিলার আলাউদ্দীনকে আটক করে উদ্ধার করা চাল নিয়ে যান।
ইউএনও শামসুজ্জোহা বলেন, চাল চোর ধরা পড়েছে। যে ডিলার, সে আসলে দায়ী। এর পেছনে কে আছে না আছে, পুলিশ তা তদন্ত করে বের করবে।
এর আগে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দ করা সরকারি চাল আত্নসাতের অভিযোগ ওঠে কৈজুরীর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদ ভাঙ্গিয়ে এলাকায় যা ইচ্ছা তাই করছেন তিনি। যে কারণে বিক্ষুব্ধ এলাকাবাসী চেয়ারম্যানের বিরুদ্ধে লকডাউন ভেঙে বিক্ষোভও করেছে।
এ বিষয়ে জানতে চাইলে কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া একটি পরিবারও যেন সরকারি সহযোগিতা থেকে বঞ্চিত না হয়, আমরা সে চেষ্টা করছি। কিন্তু স্থানীয় চেয়ারম্যান শুরু থেকেই সরকারি চাল আত্মসাৎ করছে। স্থানীয় কোনো নেতাকর্মীর সঙ্গেও তার সুসম্পর্ক নেই।