Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোজায় খাদ্য সরবরাহে বিশেষ উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী


২০ এপ্রিল ২০২০ ১০:৪১

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সামনে রোজা চলে এসেছে। রোজার মধ্যেও বিশেষ খাদ্য সরবরাহ ব্যবস্থা বজায় থাকার উদ্যোগ আমরা নিয়েছি।

জেলা পর্যায়ে মাঠ প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (২০ এপ্রিল) এ সব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ভিজিএফ, ওএমএস, কাবিখা কর্মসূচি চালু করেছি। ৫০ লাখ লোক রেশন কার্ডের আওতায় আছে। এছাড়া আরও ৫০ লাখ লোককে কার্ডের আওতায় আনা হবে। এর মাধ্যমে পাঁচ কোটি মানুষ উপকৃত হবে।’

শেখ হাসিনা বলেন, ‘যারা সুবিধা নেবেন তাদের ডাটাবেজ করা থাকবে। যারা চাইতে পারবেন না তাদের জন্য আমরা এই ব্যবস্থা নিয়েছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ধান কাটা শুরু হয়েছে। আশা করি খাদ্যের অভাব হবে না। এছাড়া আমরা ২১ লাখ মেট্রিকটন খাদ্য কিনে রাখব যাতে খাদ্যের যোগান দিতে পারব।’

করোনা করোনা মোকাবিলা করোনাভাইরাস কোভিড-১৯ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর