জাপানে ৬.৪ মাত্রার ভূমিকম্প
২০ এপ্রিল ২০২০ ১২:৪৮
জাপানের পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৪। সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় ভোরে এই ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাতে এ খবর জানিয়েছে এএফপি।
ইউএসজিএস তাদের ওয়েবসাইটে জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রশান্ত মহাসাগরের তলদেশে ৪১.৭ কিলোমিটার গভীরে এবং মিয়াগি অঞ্চল উপকূলের ৫০ কিলোমিটারের দূরত্বের মধ্যে।
এদিকে, জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, দেশটিতে আঘাত হানা ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৪। তবে, এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি।
জাপানের বার্তাসংস্থা কিয়োদো জানায়, ভূমিকম্পের পর সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি। ভূমিকম্পটি ভোর সাড়ে ৫ টার (গ্রিনিচ মান সময় ২০৩০ টা) পরপরই আঘাত হানে।
এর আগে, ২০১১ সালে মিয়াগি অঞ্চলের প্রায় ১৩০ কিলোমিটার পূর্বে রিখটার স্কেলে ৯.০ তীব্রতার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। এর ফলে সৃষ্ট ভয়াবহ সুনামির আঘাতে ফুকুশিমা পরমাণু কেন্দ্র ধ্বংস হয় এবং প্রায় ১৬ হাজার মানুষ প্রাণ হারায়।
জাপান জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) ভূমিকম্প মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)