বিজিবির বিরুদ্ধে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যার অভিযোগ
২০ এপ্রিল ২০২০ ১৪:০৫
চুয়াডাঙ্গা: জীবননগর উপজেলার ভারত সীমান্তবর্তী নতুনপাড়া বিজিবির বিরুদ্ধে জসিমকে (৩৫) বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তবে ঘটনার পর বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বন্দুকযুদ্ধে কুখ্যাত মাদক চোরাকারবারী নিহত হয়েছে।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইমাজ উদ্দিন নিহতের পরিবারের উদ্বৃতি দিয়ে বলেন, ‘নতুনপাড়া বিজিবি ক্যাম্পে ওই ক্যাম্প ইনচার্জের নির্দেশ মতে প্রতিদিনই এলাকার চোরাকারবারীদের সন্ধ্যা ৬টা হতে রাত ১১টা পর্যন্ত বসে থাকতে হয়। গত রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে নতুনপাড়া বিজিবি সদস্য সিপাই মহিউদ্দিন ও ল্যান্স নায়েক শাহাব উদ্দিন নতুনপাড়ার মরহুম আব্দুল করিমের ছেলে জসিমকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে মারতে মারতে ক্যাম্পে নিয়ে যায়। সেখানে নিয়েও তাকে প্রচণ্ড নির্যাতন করা হয়। ওই সময় অন্যান্যরা ক্যাম্পে গেলে তাদের চলে যেতে বলা হয়।’
এরপর রোববার দিনগত রাত ৩টার দিকে একই ইউনিয়নের সদরপাড়ার খবিরের দুই ছেলে জিল্লুর রহমান ও ওয়াসিম, শের আলির ছেলে আমিরুল এবং হানিফের ছেলে মিলনকে বিজিবি সদস্যরা তাদের বাড়ি থেকে ডেকে নতুনপাড়ার মাঝামাঝি একটি মাঠে নিয়ে যায়। ওখানে ভারত সীমান্তের শুন্যরেখা থেকে ১ কিলোমিটার ভেতরে নিহত জসিমের লাশ পড়ে ছিলো। তাদের দিয়েই লাশটি বিজিবির গাড়িতে ওঠানো হয়। মূলত তাকে বিজিবি হত্যা করে বন্দুকযুদ্ধ বলে চালিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেন ওয়ার্ড কাউন্সিলর।
সোমবার (২০ এপ্রিল) সকালে স্বাক্ষরবিহীন এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৮ ব্যাটালিয়নের পরিচালক কামরুল আহসান জানান, নতুনপাড়া বিওপির একটি টহলদল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রোববার (১৯ এপ্রিল) পৌনে ৭টার দিকে। তারা ৬৬ নম্বর প্রধান খুঁটির আনুমানিক ৫০ গজ অভ্যন্তরে নতুনপাড়া আমবাগানের মধ্য হতে ২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ একই এলাকার জসিম উদ্দিনকে (৩৫) আটক করে। তাকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে সোমবার (২০ এপ্রিল) রাত ১টা ৫ মিনিটে ভরভরিয়া মাঠ রহমানের আমবাগানের মধ্য থেকে ২টি প্লাস্টিকের বস্তায় ভরা ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ সময় আটক জসিম উদ্দিনের সহযোগীরা তাকে ছিনিয়ে নেওয়ার জন্য টহলদলের উপর আক্রমণ ও গুলি চালায়। এতে টহল দলের ২ জন বিজিবি সদস্য আহত হয়। আত্মরক্ষার্থে টহলদল পাল্টা গুলি করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সে সময় পলায়নরত আসামি কুখ্যাত মাদক চোরাকারবারী জসিম উদ্দিন গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
এছাড়া ঘটনাস্থল থেকে ১টি ওয়্যার কার্টার, ৩টি কাঁচি, ১টি দা, ১টি ছোরা ও ১টি হাঁসুয়া উদ্ধার করা হয়। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।