Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেল সংরক্ষণে সংকট, ২১ বছরে মধ্যে সর্বোচ্চ দরপতন


২০ এপ্রিল ২০২০ ১৪:৫২ | আপডেট: ২০ এপ্রিল ২০২০ ১৮:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংরক্ষণাগারের সক্ষমতা কমে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানী তেলের ব্যাপক দরপতন হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম কমে মাত্র ১৫.৬৫ ডলারে নেমে গেছে।  ২১ বছরের মধ্যে বিশ্ববাজারে তেলের সর্বোচ্চ দরপতন এটিই।

করোনাভাইরাসের কারণে সারা বিশ্বে তেলের চাহিদা কমে যাওয়ায় অতিরিক্ত তেল সংরক্ষণ করতে হচ্ছে। তবে সংরক্ষণের সক্ষমতাও প্রায় শেষের দিকে। এ কারণেই তেলের দামের এমন পতন হলো। উল্লেখ্য এর আগে ১৯৯৯ সালে জ্বালানী তেলের এত দরপতন হয়।

গত ১২ এপ্রিল নিম্নমুখী চাহিদার সঙ্গে তাল মিলিয়ে উত্তোলন কর্তনে এক ঐতিহাসিক সমঝোতায় পৌঁছে ওপেক প্লাস। দৈনিক ৯৭ লাখ ব্যারেল তেল উৎপাদন হ্রাস করার এ সমঝোতার মাধ্য্যমে প্রায় দুই মাস ধরে চলা সৌদি আরব ও রাশিয়ার মধ্যকার  মূল্যযুদ্ধের অবসান হয়।

বিজ্ঞাপন

ওই সমঝোতার আওতায় উৎপাদন কর্তনের ফলে আগামী ১ মে নাগাদ বাজার থেকে ১০ শতাংশ তেল হ্রাস পাবে। তবে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বে তেলের চাহিদা ইতিমধ্যেই প্রায় ২০ শতাংশ কমে গেছে। আর এতে উত্তোলনের পর অতিরিক্ত তেল মজুদ করার প্রয়োজনিয়তা দেখা দিয়েছে। তবে মজুদের জন্য সংরক্ষাণাগারগুলোর সক্ষমতাও প্রায় শেষের দিকে।

আরও পড়ুন- মূল্যযুদ্ধের অবসান, তেল উৎপাদন কর্তনে ঐতিহাসিক সমঝোতা

টপ নিউজ তেলের দাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর