Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক


২০ এপ্রিল ২০২০ ১৫:০৭

ঢাকা: করোনাভাইরাসের কারণে সৃষ্টি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে সব ধরনের কর্মকর্তা/কর্মচারীর একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান হিসাবে কেন্দ্রীয় ব্যাংকের সব কর্মকর্তা/কর্মচারীর একদিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে এ বিষয়ে একটি অফিস সার্কুলার জারি করা হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘চলতি এপ্রিল মাসের বেতন থেকে সব কর্মীর একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়া হবে। তবে অর্থের পরিমাণটা কত হচ্ছে তা এখনো হিসাব করা হয়নি।’

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক সব কর্মীর একদিনের বেতন দেওয়ার জন্য গত ১৯ এপ্রিল কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি অফিসিয়াল আদেশ জারি করা হয়েছে। ওই আদেশে বলা হয়, বাংলাদেশ সরকার করোনাভাইরাসের সংক্রমণ রোধে সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পাশাপাশি জনগণকে নিরাপদে রাখতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে চলেছে। এই অবস্থায় বাংলাদেশ ব্যাংকে কর্মরত সব স্তরের স্থায়ী-অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন থেকে একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ত্রাণ তহবিল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর